১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ার ডজন মামলার আসামি দাপুটে ববি ঢাকায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৯:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / ৮০ Time View

 

বগুড়ার একসময়ের দাপুটে আওয়ামী লীগ নেতা আবু ওবায়দুল হাসান ববিকে (৫৬) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা, সহিংসতা ও নাশকতার ডজনখানেক মামলা রয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে। তাকে বগুড়ায় এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইনচার্জ ইন্সপেক্টর মো. ইকবাল বাহার জানান, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা ববি। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় সহিংসতা, নাশকতা ও হত্যাসহ ১২টির বেশি মামলা রয়েছে।

ডিবির ওসি আরও জানান– হত্যা, মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক মামলা তদন্তাধীন। কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

 

 

 

 

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ার ডজন মামলার আসামি দাপুটে ববি ঢাকায় গ্রেপ্তার

Update Time : ০৯:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

 

বগুড়ার একসময়ের দাপুটে আওয়ামী লীগ নেতা আবু ওবায়দুল হাসান ববিকে (৫৬) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা, সহিংসতা ও নাশকতার ডজনখানেক মামলা রয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে। তাকে বগুড়ায় এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইনচার্জ ইন্সপেক্টর মো. ইকবাল বাহার জানান, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা ববি। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় সহিংসতা, নাশকতা ও হত্যাসহ ১২টির বেশি মামলা রয়েছে।

ডিবির ওসি আরও জানান– হত্যা, মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক মামলা তদন্তাধীন। কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।