বগুড়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের বৈঠক
- Update Time : ০৪:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ১৬৩ Time View

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও থ্রি-হুইলার দৌরাত্ম কমাতে দুই শতাধিক সিএনজি চালকদের সঙ্গে বৈঠক করেছে হাইওয়ে পুলিশ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।
বুধবার (২০ আগস্ট) নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উন্মুক্ত মতবিনিময় আয়োজন করে অটো টেম্পু সিএনজি মালিক সমিতি। সংগঠনের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম থানার ওসি মো. মোজাহারুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর।
উপস্থিত ছিলেন অটো টেম্পু সিএনজি মালিক সমিতির সহ সভাপতি সোলায়মান হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, সড়ক সম্পাদক ফজলুর রহমান, বেলাল হোসেন, সেলিম রেজা, নাঈম হোসেন, সারোয়ার, মাহবুবুর রহমান প্রমূখ।




















