১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে দিনভর তারেক রহমানের ৩১ দফা প্রচার ও ধানের শীষের গণসংযোগ
কাহালু প্রতিনিধি
- Update Time : ০৯:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ৮১ Time View
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত, স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের কর্মসূচির ৩১ দফা প্রচার এবং আসন্ন নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ ফজলে রাব্বি তোহা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনভর কাহালু উপজেলার মালঞ্চা ও আলোড়া বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
গণসংযোগে আলহাজ্ব মাওঃ ফজলে রাব্বি তোহা সাধারণ মানুষের হাতে তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের ৩১ দফা সম্বলিত লিফলেট তুলে দেন। এ সময় তিনি কাহালু জনগণের কাছে ধানের শীষের জন্য ভোট ও সমর্থন প্রত্যাশা করেন।
উক্ত গণসংযোগকালে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা’ হিসেবে উল্লেখ করে বলেন: তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের ৩১ দফা কর্মসূচিই পারে আগামীর সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। এই কর্মসূচি দেশের ভবিষ্যৎ উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থা ও অর্থনৈতিক পুনর্গঠনের সুস্পষ্ট দিকনির্দেশনা বহন করে। এই বার্তা আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব।
তিনি আরও বলেন,আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে, যাতে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হয়। ধানের শীষের বিজয় মানে জনগণের অধিকার ও গণতন্ত্রের বিজয়।
এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কাহালু উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফরিদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, কাহালু উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল আলম পান্না, উপজেলা বিএনপির প্রবীণ নেতা আকরাম আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, নড়হট্ট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মাদ আলী তালুকদার মতিন, জামগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান মুন্টু, কাহালু উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন মিনু, পাইকর ইউনিয়ন বিএনপির কাউন্সিলর জামিল উদ্দীন ও অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দীন, সমাজসেবা বিষয়ক সম্পাদক প্রভাষক বাদশা মিয়া, বিএনপি নেতা আরিফুল ইসলাম, আব্দুল মতিন, আব্দুল হাকিম সহ কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Tag :


















