শেরপুরে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষনা করেছে জামায়াত
- Update Time : ০৩:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ২৪১ Time View

বগুড়ার শেরপুরের ৮টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা শাখা। শনিবার (২৩ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের হামছায়াপুর নিজস্ব কার্যালয়ে রুকন সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষনা করেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান। প্রার্থীরা হলেন খানপুর ইউনিয়নে আব্দুল খালেক ফকির, খামারকান্দি ইউনিয়নে আব্দুল মতিন, সুঘাট ইউনিয়নে লুৎফর রহমান, সিমাবাড়ী ইউনিয়নে ইমাম হোসাইন, বিশালপুর ইউনিয়নে আব্দুস সাত্তার, ভবানীপুর ইউনিয়নে এ্যাড. আব্দুল হালিম, মির্জাপুর ইউনিয়নে হাফেজ জহুরুল ইসলাম ও কুসুম্বী ইউনিয়নে আনিসুর রহমান। দুটি ইউনিয়নে বর্তমানে জামায়াতের মনোনীত চেয়ারম্যান থাকায় নতুন কোন প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি। সেখানে বর্তমান চেয়ারম্যানরাই প্রার্থী থাকবেন না অন্যদের প্রার্থী করা হবে সে বিষয়ে পরবর্তিতে জানানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা দবিবুর রহমান, উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা নাজমুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম, শফিকুল ইসলাম শফিক, শাহিল আলম প্রমূখ।




















