বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর সর্দারপাড়া এলাকায় একটি ডোবা থেকে লুতফর রহমান (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা ডোবায় একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহত লুতফর রহমান ওই এলাকারই বাসিন্দা ছিলেন। তার পরিবার জানায়, তিনি গত তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আত্মীয়স্বজনের বাড়ি ও আশপাশে অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার ডোবায় লাশ ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা লাশটি শনাক্ত করেন।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।