শাজাহানপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
- Update Time : ০৮:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ৬২ Time View

টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুরে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান।
কর্মসূচির সার্বিক বাস্তবায়নে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহনাজ পারভীন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা হেলথ কমপ্লেক্সের সিনিয়র কনসার্টেন্ট ডাক্তার এনামুল হক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ চন্দ্র সরকার, মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান জিয়াউর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা দেবো দল বেঁধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমানের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় পরিচালিত এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি থেকে সুরক্ষা প্রদান এবং দেশব্যাপী রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা।




















