বাংলার জননেতা তারেক রহমান
- Update Time : ০১:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / ১২০ Time View

বহু বসন্ত পেরিয়ে অবশেষে কাটলো অন্ধকারের বেলা,
বাংলার আকাশে আজ নতুন সূর্যের রঙের খেলা।
সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে এলে তুমি ফিরে,
লক্ষ প্রাণের স্পন্দন আজ তোমারই নাম ঘিরে।
তুমি এলে তাই রাজপথে আজ জনসমুদ্রের ঢেউ,
তোমার চেয়ে আপন এ দেশে আর তো নেই কো কেউ।
তুমি তো সেই বীর সন্তানের সুযোগ্য উত্তরসূরি,
যাঁর হুংকারে কেঁপেছিল স্বৈরাচারের তলোয়ার আর ছুরি।
শহীদ জিয়ার রক্ত তোমার ধমনীতে বইছে অবিরাম,
দেশপ্রেমের মন্ত্রে তুমি গড়েছো নিজের নাম।
মা জননীর নয়নমণি, বাংলার দুর্জয় এক প্রাণ,
তোমার মাঝেই খুঁজে পায় দেশ মুক্তির জয়গান।
বিদেশের মাটিতে থেকেও তুমি ছিলে দেশেরই কাছে,
প্রতিটি কর্মীর হৃদয়ে তোমার প্রতিচ্ছবিই তো আছে।
অনলাইনে তোমার কথা শুনে জেগেছে তরুণ প্রাণ,
ভেঙেছে শিকল, এসেছে সাহস, মিটেছে কলঙ্ক গ্লান।
তুমি শিখিয়েছো লড়তে হবে হকের লড়াই পথে,
বাংলার মানুষ তাই তো আজ তোমারই বিজয় রথে।
তুমি চাওনি গদি,চেয়েছো মানুষের অধিকার,
সবুজ এই বদ্বীপ থেকে মুছতে চেয়েছো অন্ধকার।
কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা আজ তোমার সাথে একসাথ,তোমার ওপরই ভরসা রাখে দিতে আগামীর হাত।
আইটি বিপ্লব,আধুনিক দেশ গড়ার যে তোমার স্বপ্ন,
সেই স্বপ্নের কারিগর তুমি,মেধা আর শ্রমে মগ্ন।
মজলুমের চোখের জল মোছাতে তোমারই হবে জয়,
অত্যাচারীর দুঃশাসন আজ তোমার সাহসে করে ভয়।
তুমি নির্ভীক, তুমি শান্ত, তুমি সত্যের প্রদীপ শিখা,
তোমার নামেই বাঙালির ইতিহাস নতুন করে লিখা।
স্বাগত তোমায় বীর সেনানী,স্বাগত বাংলাদেশের বুকে,
তোমাকে পেয়ে আজ হাসছে মানুষ অপার শান্তি ও সুখে।তুমি থেমো না কভু,এগিয়ে চলো ন্যায়ের পতাকা হাতে, দেশবাসী আছে অতন্দ্র প্রহরী হয়ে তোমারই সাথে।তারেক রহমান এই একটি নাম আজ একতা ও শক্তির,তুমিই আগামীর কাণ্ডারি বাংলার হারানো সেই মুক্তির।













