বগুড়ায় বর্ষপূর্তি উৎসবে মেতেছে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল
- Update Time : ০৭:৩৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ১৯০ Time View

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, শোভাযাত্রা ও সমাবেশ করা হয়েছে। প্রশংসা কুড়াচ্ছে প্রীতি ফুটবল টুর্নামেন্ট। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সরকার মুকুল এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভর নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনে জেলাজুড়ে উৎসবে মেতেছেন তৃণমূল নেতাকর্মীরা।
কর্মসূচির প্রথমদিন শহরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে আলতাফুন্নেছা খেলার মাঠে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে কেক কাটেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সমাবেশ শেষে ঘোড়াগাড়ি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বৃহস্পতিবার বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাডেমি বনাম গাবতলী উপজেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।
উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোফাচ্ছেরুল ইসলাম শাকিল, সুজন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সেতু, সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন, শহর শাখার সভাপতি জামিরুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক হোসেন আলী আলাল, সদর উপজেলা শাখার সভাপতি সরকার সিফাত সহ অনেকে। নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন ও সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টুর নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। জেলার ১২টি উপজেলা, পৌরসহ সকল ইউনিট শোভাযাত্রা করে।




















