১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৬:০১:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ১১০ Time View

 

বগুড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শীর্ষক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামে মসজিদে জুম্মার খুৎবায় টাইফয়েডের টিকা নিতে মুসল্লীর মাধ্যমে সন্তানদের উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

বক্তারা বলেন, ব্যবহৃত এই টিকা নিরাপদ ও কার্যকর। প্রতিবেশী কোনো দেশেই নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সঠিক তথ্য প্রচার করতে হবে। গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন বগুড়া জেলা প্রশাসক ও যুগ্ম সচিব হোসনা আফরোজা।

বুধবার (৮ অক্টোবর)  জেলা প্রশাসনের সভাকক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উন্মুক্ত মতবিনিময় আয়োজন করে বগুড়ার ইসলামিক ফাউন্ডেশন। সভাপতিত্ব করেন উপ পরিচালক মো. শাফিউজ্জামান। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর ই শাদীদ। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও যুগ্ম সচিব হোসনা আফরোজা।

বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার পরিচালক (গবেষণা) মোহাম্মদ রফিকুল ইসলাম, বগুড়া সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, ইসলামিক ফাউন্ডেশন সহকারী পরিচালক আহসান হাবীব। সঞ্চালনা করেন ফিল্ড অফিসার শেরে আলম সরদার।

আলোচনায় অংশ নেন খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসার মুহতাতিম মাওলানা আব্দুল মতিন, জামিল মাদ্রাসার সহকারী পরিচালক আতাউল্লাহ নিজামী, কারবালা মাদ্রাসার মুহতাতিম মাওলানা আব্দুল মতিন, কলামিস্ট মোস্তাকিম রহমান, মো. আসাদুজ্জামান, শাহ আলম প্রমূখ।

বৈঠকে জেলা প্রশাসক বলেন, সকল ধর্মীয় নেতাদের জুম্মার খুৎবায় টাইফয়েডের টিকার বিষয়ে মুসল্লীর মাধ্যমে সন্তানদের উদ্বুদ্ধ করতে হবে। এজন্য জেলার সকল খতিবদের সহযোগিতা প্রয়োজন। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে চলবে এক মাস। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে। জ্বর থাকলে, শিশু সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না।

 

Tag :

Please Share This Post in Your Social Media

বগুড়ায় ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময়

Update Time : ০৬:০১:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

 

বগুড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শীর্ষক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামে মসজিদে জুম্মার খুৎবায় টাইফয়েডের টিকা নিতে মুসল্লীর মাধ্যমে সন্তানদের উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

বক্তারা বলেন, ব্যবহৃত এই টিকা নিরাপদ ও কার্যকর। প্রতিবেশী কোনো দেশেই নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সঠিক তথ্য প্রচার করতে হবে। গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন বগুড়া জেলা প্রশাসক ও যুগ্ম সচিব হোসনা আফরোজা।

বুধবার (৮ অক্টোবর)  জেলা প্রশাসনের সভাকক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উন্মুক্ত মতবিনিময় আয়োজন করে বগুড়ার ইসলামিক ফাউন্ডেশন। সভাপতিত্ব করেন উপ পরিচালক মো. শাফিউজ্জামান। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর ই শাদীদ। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও যুগ্ম সচিব হোসনা আফরোজা।

বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার পরিচালক (গবেষণা) মোহাম্মদ রফিকুল ইসলাম, বগুড়া সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, ইসলামিক ফাউন্ডেশন সহকারী পরিচালক আহসান হাবীব। সঞ্চালনা করেন ফিল্ড অফিসার শেরে আলম সরদার।

আলোচনায় অংশ নেন খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসার মুহতাতিম মাওলানা আব্দুল মতিন, জামিল মাদ্রাসার সহকারী পরিচালক আতাউল্লাহ নিজামী, কারবালা মাদ্রাসার মুহতাতিম মাওলানা আব্দুল মতিন, কলামিস্ট মোস্তাকিম রহমান, মো. আসাদুজ্জামান, শাহ আলম প্রমূখ।

বৈঠকে জেলা প্রশাসক বলেন, সকল ধর্মীয় নেতাদের জুম্মার খুৎবায় টাইফয়েডের টিকার বিষয়ে মুসল্লীর মাধ্যমে সন্তানদের উদ্বুদ্ধ করতে হবে। এজন্য জেলার সকল খতিবদের সহযোগিতা প্রয়োজন। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে চলবে এক মাস। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে। জ্বর থাকলে, শিশু সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না।