নন্দীগ্রামে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
- Update Time : ০১:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১২৫ Time View

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছেন উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা বিএনপি। এরপর পর্যায়ক্রমে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, মহীলা দল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নিরবতা পালন সহ দোয়া করা হয়। এরপর উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার ও সাধারন সম্পাদক বেলায়েত হোসেন আদরের নেতৃত্বে এক বিজয় র্যালী পৌর শহরের বিভিন্ন পথ প্রদক্ষিন করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, যুগ্ম-আহবায়ক কোরবান আলী, মতিউর রহমান মুসা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহম্মেদ, যুগ্ম-আহবায়ক সিয়ামুল হক রাব্বী, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষকদলের সভাপতি সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাইদ মিলন,
উপজেলা মহিলাদলের সভানেত্রী রেশমা আরা সাথী, সাধারণ সম্পাদিকা ইস্ম তারা পারভীন পাপিয়া,ছাত্রলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী আহম্মেদ প্রমুখ।
এছাড়াও, দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ সহ বিভিন্ন সামাজিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন।















