নন্দীগ্রামে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা
- Update Time : ০৬:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ১১৪ Time View

বগুড়ার নন্দীগ্রামে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিশুদের সুরক্ষিত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন বক্তারা। আমি কন্যাশিশু, সমাজ গড়ি, সাহস গড়ি, দেশের কল্যাণে কাজ করি, প্রতিপাদ্যের সার্বিক আলোচনা করা হয়।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার কার্যালয়ের আয়োজনে কন্যা শিশু দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, সববায় অফিসার ঝর্না রানী দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, সাংবাদিক প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা লুপা, ইউআরসি ইন্সট্রাক্টর সামসুল আলম প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যা শিশুসহ তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।




















