১১:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নন্দীগ্রামে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৯:১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ২০৬ Time View


​বগুড়ার নন্দীগ্রামে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি এক্সক্যাভেটর (ভেকু) মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও ব্যাটারি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম দক্ষিণপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাথম দক্ষিণপাড়া এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার থানার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

​অভিযান চলাকালীন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব না হলেও, মাটি কাটায় ব্যবহৃত এক্সক্যাভেটরটি বিকল করতে সেটির ব্যাটারি ও কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে জব্দ করা হয়।

এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন,অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশ ও কৃষিজমির অপূরণীয় ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। এই কাজের সাথে জড়িত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমন অভিযান পরিচালনা করায় স্থানীয়রা প্রশাসনকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, নিয়মিত এ ধরনের তদারকির ফলে এলাকার ফসলি জমি রক্ষা পাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

নন্দীগ্রামে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ

Update Time : ০৯:১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫


​বগুড়ার নন্দীগ্রামে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি এক্সক্যাভেটর (ভেকু) মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও ব্যাটারি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম দক্ষিণপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাথম দক্ষিণপাড়া এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার থানার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

​অভিযান চলাকালীন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব না হলেও, মাটি কাটায় ব্যবহৃত এক্সক্যাভেটরটি বিকল করতে সেটির ব্যাটারি ও কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে জব্দ করা হয়।

এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন,অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশ ও কৃষিজমির অপূরণীয় ক্ষতি হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। এই কাজের সাথে জড়িত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমন অভিযান পরিচালনা করায় স্থানীয়রা প্রশাসনকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, নিয়মিত এ ধরনের তদারকির ফলে এলাকার ফসলি জমি রক্ষা পাবে।