১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে দেশসেরা বগুড়ার তিন শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার
- Update Time : ০৫:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ৩৩৩ Time View
৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে চমক দেখিয়েছে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত প্রতিযোগিতায় তিনজন শিক্ষার্থী দেশের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে।
শনিবার (১ নভেম্বর) বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত এ তথ্য জানিয়েছেন। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মিজ রেহানা ইয়াছমিন। সাঁতারে বড় (বালিকা) গ্রুপে বগুড়ার ইসরাত জাহান বর্ষা চ্যাম্পিয়ন হয়েছে।
মধ্যম (বালক) গ্রুপে রাইসুল ইসলাম রাহিদ চ্যাম্পিয়ন এবং মধ্যম (বালিকা) গ্রুপে মেহেজাবীন ইয়াসমিন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন বগুড়ার জন্য গর্বের। নিয়মিত প্রশিক্ষণ, পরিশ্রম আর নিবেদিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে।
Tag :
















